চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মোবাইলে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়েরের পর ৩ আসামির মধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফর মুকিমের ছেলে নয়ন (২০) ও রহমানের ছেলে ইমন আলী (২০)।
রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনাটি চলতি বছরের এপ্রিল মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামী নয়নের প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে নয়নসহ তার দুই বন্ধু ওই শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মার চরে ঘুরতে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। ওই সময় ভুক্তভোগি শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে ঘটনাটি চেপে যায়। পরবর্তীতে গত ১০নভেম্বর ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হলে পুলিশ ওইদিনই নয়ন ও ইমনকে গ্রেফতার করে এবং অপর আসামী পলাতক রয়েছে এবং গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মূল দুই আসামীকে গ্রেফতার করেছে। কিন্তু তার আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এরই মধ্যে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে ভিডিওটি ছড়ানোরোধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে।
বিডি প্রতিদিন/এএম