দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ঘোষণা করেছে ভারত। ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়ে দলের বাইরে থাকা শুভমান গিলের অনুপস্থিতিতে কে এল রাহুলকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হবে। তিনটি ম্যাচ হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ভারতীয় দল
রোহিত শর্মা, যশস্বী জশওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, কে এল রাহুল, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, ঋতুরাজ গায়কওয়াড়, প্রসিধ কৃষ্ণ, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।
বিডি প্রতিদিন/এমআই