পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ওই ইউনিয়নের বানাতি বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন আগামী দিনে এলাকার সকল ধরনের উন্নয়ন করার।
এতে সভাপতিত্ব করেন মহিলা দলের নেত্রী সাবেরা আক্তার কনিকা। সম্মেলনের উদ্বোধক ছিলেন মহিলা দলের নেত্রী সালমা আক্তার লিলি। অন্যতম বক্তা ছিলেন ফাতেমা নাসরিন সীমা।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, রফিকুল ইসলাম মৃধা, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মজিবর প্যাদা প্রমুখ। সম্মেলন স্থলটি এক পর্যায় বিশাল জনসমাবেশে রুপ নেয়।
বিডি প্রতিদিন/এএম