প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশকে অবশ্যই আনন্দদায়ক করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুর ভেতরে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলা, তাকে সুনাগরিক এবং সমাজে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম, সব ক্ষেত্রেই শিশুদের শেখার অভিজ্ঞতা আনন্দময় হওয়া জরুরি।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ এমন হতে হবে, যেখানে শিশু পড়ে আনন্দ পায়। একটি শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন দেখতে শেখাতে হবে—কেন সে পড়বে, কী হতে চায়, তা বোঝানোর মতো পরিবেশ তৈরি করতে হবে। শিশুর মনে ‘আমিও পারি’ এই সাহস জাগ্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। এ সময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক