ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঝোপের ভিতর পরিত্যাক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলিসহ ২ টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নোয়াগাঁও সোনালী ইট-ভাটায় যাওয়ার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভিতর থেকে গুলি ও এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াগাঁও সোনালী ইট-ভাটায় যাওয়ার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও ২টি বিদেশী এয়ারগান উদ্ধার করা হয়। বর্তমানে এগুলো সচল রয়েছে। উদ্ধার করা গুলি ও এয়ারগান সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম