উদয়পুরে শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়েতে বলিউডের তারকারা জমজমাট পারফরম্যান্স উপহার দিয়েছেন। রণবীর সিং, নোরা ফাতেহি, শাহিদ কাপুরসহ আরও অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ও ছবি মুহূর্তেই ভাইরাল হলেও চোখে পড়েনি রণবীর কাপুরকে। কেন তিনি এমন অনুষ্ঠানে কখনও পারফর্ম করেন না, তা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
এই প্রসঙ্গে সামনে এসেছে রণবীর কাপুরের ২০১১ সালের একটি পুরোনো সাক্ষাৎকার, যা আবারও ভাইরাল হয়েছে। সেখানে অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন টাকার বিনিময়ে কারও বিয়েতে নাচবেন না তিনি, আর তার কারণ পারিবারিক মূল্যবোধ।
রণবীর বলেছিলেন,'টাকার জন্য আমি বিয়েবাড়িতে নাচব না। আমি কোন পরিবারের ছেলে, সেটি সবসময় মাথায় রাখি। এর মানে এই নয় যে যারা পারফর্ম করেন তাদের বিরুদ্ধে আমি। কিন্তু যে মূল্যবোধে বড় হয়েছি, তাতে আমি এটা করতে পারি না।'
তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়েতে পারফর্ম করা কি ভুল? রণবীরের জবাব ছিল আরও স্পষ্ট: 'ভুল নয়। কিন্তু টাকা আমার জীবনের লক্ষ্য নয়। আমি কোটি কোটি টাকা রোজগার করতে চাই না। আমি একজন অভিনেতা, আমার লক্ষ্য, আমার আবেগ আলাদা। এমন বিয়েতে নাচতে চাই না, যেখানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছে। আমার পরিবারকেও আমি এটা করতে চাই না।'
তবে রণবীর এটিও মেনে নিয়েছিলেন যে, এমন সিদ্ধান্ত তার স্টারডমে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন,'আমি স্টারডম হারাতে চাই না। কিন্তু তার জন্য কাউকে এটা ভাবতেও দেব না যে আমি স্টার হওয়ার জন্য সবকিছু করব।'
যদিও অনেকের নজরে এসেছে ২০২৪ সালে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রণবীর ও আলিয়াকে পারফর্ম করতে দেখা গিয়েছিল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় তার আগের মন্তব্য নিয়ে কম আলোচনা হয়নি।
বিডি প্রতিদিন/মুসা