বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে ডিনের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক সিরাজুল ইসলাম সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম একাধারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হিট’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সফলভাবে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল