ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৪৮৩টি মামলা করেছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ও শুক্রবার (২১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৭টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৮৯টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৫১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯টি বাস, ১৯টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১০টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ২২২টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৭০টি গাড়ি ডাম্পিং ও ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন