মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না। তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রঞ্জিত কুমার চন্দ প্রমুখ।
কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড), গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, অড়হড়সহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি এ সুবিধা উৎপাদনের ঘাটতি পূরণ করে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/জামশেদ