খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপিতে যোগদান করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০ নেতাকর্মী। শনিবার রাতে বিএনপির মনোনীত প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনের ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
তারা জানান, দীর্ঘদিন জামায়াত ও ছাত্রশিবিরে রাজনীতিতে যুক্ত থাকার পর স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন রাজনৈতিক পথচলায় তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
গুইমারা উপজেলা ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম ও জামায়াত সদস্য কালাম উদ্দিনের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। যোগদানকারীদের মধ্যে ছয়জন ছাত্রশিবিরের সদস্য ছিলেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, 'আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি।'
এসময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই