কুমিল্লার বুড়িচংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সোন্দ্রম গ্রামে এ আয়োজন করেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন একেএম লুৎফুর রহমান রিপন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।
মাহফিলে ১৬ বছর ধরে ফ্যাসিবাদীরা দেশে নির্যাতন করেছে, দুর্নীতি করেছে বলে উল্লেখ করেন প্রধান অতিথি ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি আরও বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়েছিল। সেখানে তিনি বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন।
মাহফিল শেষে ২০টি গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়ন করা হয়।
বিডি-প্রতিদিন/এমই