আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কোনোদিনই নিরাপদ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান।
শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথি মঈন খান বলেন, 'আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো' এ কথা আওয়ামী লীগ পরিবর্তন করে ফেলেছিল। তারা করেছে, দিনের ভোট রাতে দেবো। গণতন্ত্র তাদের হাতে কোনোদিন নিরাপদ ছিল না। যে কারণে লজ্জায় মাথানত করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।
বক্তব্যের এক সময় তিনি চাঁদপুর-১ আসনে (কচুয়া) দলীয় মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। সবাইকে সজাগ থাকতে হবে। তিনি ধানের শীষ মার্কাকে নির্বাচিত করে তারেক জিয়াকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবীসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই