মোংলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী শনিবার সকালে ক্ষতিগ্রস্ত রফিক শেখের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন।
শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের দিনমজুর রফিক শেখের বসত ঘরটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। মো. জুলফিকার আলী ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, চাল, ডাল, তেল, শাড়ি-লুঙ্গি, চাদর ও কম্বলসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার।
এর আগে, উপজেলা চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা এলাকার তৈয়বুর রহমানের বসত ঘরটি বুধবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে গেলে সেখানেও তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহায়তা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া