বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশের নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সদস্যরা।
শনিবার (২২ নভেম্বর) ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি টাওয়ারে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, ঢাবি শাখার সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন, সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী দাস, সহ সভাপতি শারমিন আক্তার, আজিজুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাকিল ইসলামসহ সাংগঠনিক সম্পাদক সামিয়া তাসনিম সুভী।
সাক্ষাতে ইমদাদুল হক মিলন শুভসংঘের তরুণদের সামাজিক কার্যক্রম, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়—এটি তরুণদের স্বপ্ন ও ইতিবাচক পরিবর্তনের আগামী পথনকশা।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটি সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম, শিক্ষা সহায়তা, প্রত্যেক হলে পাঠাগার স্থাপন, সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ইমদাদুল হক মিলনের কাছে তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে শুভসংঘের সদস্যরা ইমদাদুল হক মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর যেকোনো ভালো উদ্যোগে তার দিকনির্দেশনা ও সমর্থন কামনা করেন।
বিডি প্রতিদিন/কামাল