কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ব্যাংকের সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। শনিবার (২২নভেম্বর) রাতে শহরের পিটিআই রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস বলেন, সকালে অফিস এসে তারা অফিসের সাইবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে থাকতে দেখেন। তবে ব্যাংকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
কুষ্টিয়া সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ব্যাংকটির কাছেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি।
বিডি প্রতিদিন/কামাল