কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক কুহিনূর বলেছেন, একজন আলোকিত মানুষ একটি সমাজকে এগিয়ে নিতে পারেন। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের মধ্যে দিয়ে সবাইকে দেশের কল্যােণে কাজ করতে হবে।
শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের পাশে একটি নতুন স্কুল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়টির চেয়ারম্যান আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত সমাজকর্মী মতিন সৈকত, পুলিশ সুপার বেলায়েত হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ, প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মহসিন আলম মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম মিজান।
এসময় বক্তারা, প্রতিষ্ঠিত হওয়া স্কুলটি এলাকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি আলোকিত সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম ১০ জন শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।
বিডি প্রতিদিন/কামাল