ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্ম ধরে রেখে জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। রবিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়েছে সালমান আলি আগার শিষ্যরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতে হারায় সাইম আইয়ুবকে। তবে আগের ম্যাচের মতোই ব্যাট হাতে ঝড় তোলেন সাহিবজাদা ফারহান। ৪১ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসে তিনি তুলে নেন টানা দ্বিতীয় ফিফটি।
তার সঙ্গে ৭৭ বলে ১০৩ রানের জুটি গড়েন বাবর আজম। ৭ চার ও ২ ছক্কায় ৫২ বলে ৭৪ রান করা বাবরের এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮তম ফিফটি।
ইনিংসের শেষদিকে মাত্র ১০ বলে ২৭ রান করে দলকে ২০০–র কাছাকাছি নিয়ে যান ফাখার জামান। শেষ বলে ক্যাচ দিলেও ‘নো বল’-এ বেঁচে গিয়ে পরের বলের ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে ইনিংসের ঝাঁজ বাড়ান তিনি।
২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৫।
জবাব দিতে নেমে মাত্র ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। ব্যতিক্রম শুধুই রায়ান বার্লের লড়াকু ইনিংস। ৪৯ বলে ৬৭ রান করে তিনি দশম উইকেটে রিচার্ড এনগারাভাকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন।
তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় উসমান তারিক। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা এই অফ স্পিনার এক ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। পুরো স্পেলে ৪ ওভারে ১৮ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারও গেছে তার ঝুলিতে। তিনি টি-টোয়েন্টিতে পাকিস্তানের চতুর্থ হ্যাটট্রিকধারী বোলার।
১৫.৩ ওভারে জিম্বাবুয়ের ইনিংস থামে ১২৬ রানে।
প্রথম পর্বে তিন ম্যাচেই জিতে অপরাজিত পাকিস্তান ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার হাতে রয়েছে একটি করে ম্যাচ। মঙ্গলবার জিম্বাবুয়ে জিতলে তারা উঠবে ফাইনালে।
বিডি প্রতিদিন/মুসা