বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে গতকাল মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা। অপর দিকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেন তার অনুসারীরা। এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠের পাশে দুই পক্ষের মধ্যে মারামারিতে চারজন আহত হন।
এর আগে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে তৌহিদী জনতা আয়োজিত পূর্ব ঘোষিত সমাবেশে বক্তব্য দেন বাজার মসজিদের ইমাম মুফতি ফিরোজ আবদুল্লাহ, আবদুল মজিদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। তখন সরকারি উচ্চবিদ্যালয় এলাকায় আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা সমাবেশ করছিলেন। মিছিলটি সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারকে গত বুধবার রাতে মাদারীপুর জেলার রাজৈর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি পালা গানের আসরে তিনি পবিত্র ইসলাম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে মানিকগঞ্জে।