সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সহযোগীদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন জামাল। সেখান থেকে সুপারি নিয়ে ফেরার সময় ভারতীয় খাসিয়ারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন জামাল। সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে এলে তিনি মারা যান। পরে সীমান্ত এলাকায় লাশ ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।