জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, জকসু ও হল শিক্ষার্থী সংসদের মোট ৩৪ পদের বিপরীতে ২৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকসুর ২১ পদে ১৯৪ জন ও হল সংসদের ১৩ পদে ৩৭ প্রার্থী রয়েছেন। প্রাথমিক প্রার্থীর তালিকা থেকে বাদ পড়েছেন ১৮ প্রার্থী।
গতকাল রাতে জকসুর কেন্দ্রীয় ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। বাদ যাওয়া প্রার্থীদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাদ যাওয়া প্রার্থীরা চাইলে আপিল করার সুযোগ রয়েছে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর সংক্ষুব্ধ প্রার্থীরা তার মনোনয়নপত্রের ফটোকপি উত্তোলনকৃত মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে অবহিত হতে পারবেন। এরপর বিধিমালা অনুযায়ী ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জকসু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি বরাবর আপিল দায়ের করতে হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।