জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টির বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি প্রস্তাবের মাধ্যমে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের সূচনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, আশা করি, এর মাধ্যমে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কার সম্ভব হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির কেন্দ্র আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে সরে যাওয়ায় চীনসহ অনেক রাষ্ট্র বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু তাদের অর্থনৈতিক নকশার কোনো পরিবর্তন হয়নি। ফলে বৈষম্য ও দুর্বলতা বাড়ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের সাম্প্রতিক জনবিক্ষোভগুলোও একই বৈষম্য ও নির্ভরশীলতার ফল।