শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সময়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু না হওয়ার প্রতিবাদে ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় রাজধানীর নিউমার্কেট এলাকার মিরপুর সড়কের সায়েন্সল্যাব মোড় কয়েক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে এসব কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর সাতটি সরকারি কলেজ একত্রিত করে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস। তবে বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ এখনো চূড়ান্ত না হওয়া এবং ভাইস-চ্যান্সেলর না নিয়োগ পাওয়ায় শিক্ষার্থীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। এ অনিশ্চয়তা থেকেই আমরা আজ আন্দোলনে নেমেছি।
রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি ও ভিসি নিয়োগের দাবি করছি। নিয়মিত শিক্ষার ক্ষেত্রে এ দুটি বিষয় বড় বাধা। এভাবে চলতে দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত ক্লাস শুরু হোক।