সিলেটের উইকেটে বরাবরই বাউন্স বেশি। স্পিনারদের তুলনায় পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের নিয়ন্ত্রণে ছিলেন স্পিনাররা। লাটিমের মতো না হলেও বল ঘুরেছে। তাতেই নাভিশ্বাস উঠেছে ব্যাটারদের। কিন্তু মিরপুরের উইকেটের আচরণ এবার চমকে দিয়েছে ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের। পেসাররা গতির সঙ্গে বাউন্স পেয়েছেন। স্পিনাররাও বল ঘুরিয়েছেন। পেসার ও স্পিনারদের সঙ্গে সমান তালে পারফরম্যান্স করেছেন ব্যাটাররা। সিলেটে টেস্ট শেষ হয়েছে সোয়া তিন দিনে। চট্টগ্রামে টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাজমুল বাহিনী। হারলেও উইকেট নিয়ে কোনো অভিযোগ কিংবা অনুযোগ ছিল না আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির। সন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে। মিরপুরের উইকেটের আচরণ নিয়ে প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম দিনে গড়ানো টেস্টটি বাংলাদেশ জিতেছে ২১৭ রানে। উইকেটে স্পিনারদের মধ্যে বাংলাদেশের তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও মেহেদি হাসান মিরাজ উইকেট নিয়েছেন ১৬টি। আইরিশ স্পিনার বাংলাদেশের ১৪ উইকেটের একটি নিয়েছেন। সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। হাফ সেঞ্চুরি পাঁচটি। আয়ারল্যান্ডের কোনো সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি তিনটি। ম্যাচে টাইগারদের স্কোর যথাক্রমে ৪৭৬ ও ৪ উইকেটে ২৯১। আয়ারল্যান্ডের স্কোর ২৬৫ ও ২৯১। দলগত ও ব্যক্তিগত পারফরম্যান্সই জানাচ্ছে, উইকেট ছিল প্রাণবন্ত।
মিরপুরের উইকেট বানিয়েছেন অস্ট্রেলিয়ার কিউরেটর টনি হেমিং। বিশ্বখ্যাত এ কিউরেটরকে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে ক্রিকেট বোর্ড। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। যিনি একসময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। মিরপুরের উইকেট নিয়ে পাইলট বলেন, ‘আমরা চেষ্টা করছি এমন উইকেট বানাতে, সবসময়ই যেন ভালো আচরণ করে।’ টাইগার অধিনায়ক নাজমুল উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, ‘আমরা সবসময়ই ভালো উইকেটে খেলতে চাই। আমরা যখন দেশের মাটিতে খেলি তখন উইকেট বানানো হয় প্রতিপক্ষের শক্তির বিবেচনায়। আমরা সবসময়ই ভালো উইকেটে খেলতে চাই। যখন দেশের বাইরে খেলতে যাই তখন আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। দেশে ও বাইরে ভালো পারফরম্যান্স করতে ঘরের মাটিতে ম্যাচ ও অনুশীলনের উইকেট একই রকম হওয়া জরুরি। তাহলে উন্নতিটা দ্রুত হবে। মিরপুরের উইকেট নিয়ে আইরিশ অধিনায়ক বালবার্নি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দেখে একটু নার্ভাস ছিলাম। কিন্তু এখানে আসার পর আমার মনে হয়েছে উইকেট ভালো। উইকেটগুলোতে একটু গতি ছিল। অবশ্য প্রথম দিনের প্রথম সেশন ছাড়া পুরোটা সময় স্পিন ধরেছে উইকেটে। খেলার মতোই ছিল। সত্যি বলতে, ভালো ক্রিকেটের আদর্শ উইকেট ছিল।’