বরগুনার তালতলীতে নৌবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনীর সদস্যরা।
আটক মাদক কারবারির নাম সোহাগ ভূঁইয়া (২৮)। তিনি তালতলীর শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককে তালতলী থানায় হস্তান্তর করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটক সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ