মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে একটি স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে দুর্বৃত্তরা দোকানটি থেকে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
আহত শুভ দাস শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি তপন নাগ জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে শুভ তার দোকানে কাজ করছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তপন নাগ আরও জানান, এ ঘটনায় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। শুভ কিছুটা সুস্থ হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দ্রুত স্বর্ণ উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করা হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং লুট হওয়া স্বর্ণ উদ্ধারে কাজ চলছে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ