বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। রবিবার সকাল ৭টায় বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহারা খাতুন উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুন ছেলের পরিবারের সাথে নিজ বাড়িতে বসবাস করতেন। মাঝে মধ্যেই বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন তিনি। পরিবারের লোকজন তাকে খুঁজে বের করে বাড়িতে আনতেন। এ অবস্থায় শনিবার বিকেল ৪টায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন শাহারা খাতুন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। অবশষে রবিবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। তখন স্বজনরা শাহারা খাতুনের লাশ উদ্ধার করে থানায় খবর দেন।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এমআই