বরিশাল নগরীর ডিসি লেকে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ব্যতিক্রমী এক চিত্রাঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘কালের সাক্ষী আমরাও’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় অর্ধশতাধিক শিশু। রং-তুলি দিয়ে ছবি এঁকে তারা তাদের প্রিয় লেক ঘিরে প্রাচীর তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
রবিবার (৫ অক্টোবর) বরিশালের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে শিশুরা জানায়, নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু ডিসি লেক তাদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান। এখানে প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি ও সময় কাটানোর সুযোগ থাকে। কিন্তু লেকটিকে দেয়াল দিয়ে ঘিরে রাখার উদ্যোগে তারা উদ্বিগ্ন।
চিত্রাঙ্কনে অংশ নেওয়া এক শিশু বলে, ‘আমরা লেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসি। দেয়াল দিলে আর হাঁটতে পারব না। লেকটা খাঁচার মতো হয়ে যাবে।’
আরেকজন যোগ করে, ‘বরিশালে এমন খোলা জায়গা আর নেই। এখানে খেলা যায়, দৌড়ানো যায়। দেয়াল দিলে সব নষ্ট হয়ে যাবে।’
চিত্রাঙ্কন শেষে প্রায় ৫০টি প্রতিবাদী ছবি নির্মাণাধীন প্রাচীরের পিলারে ঝুলিয়ে দেয়া হয়। শিশুদের এ ব্যতিক্রমী কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, চিত্রশিল্পী আবদুস সোবাহান বাচ্চু ও চন্দ্রশেখর বাবুল, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমান, সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমান, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ