ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলার সাধারণ সম্পাদক কামরুল আহসান বলেন, বিকালে কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় উপজেলা সদস্য সচিবকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি পরিত্যক্ত ভবনে দুই ব্যক্তি ইয়াবা সেবন করছেন। স্থানীয়রা জানিয়েছেন, ওই দুইজনের একজন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ এবং অপরজন উপজেলা যুবলীগ কর্মী তার মামা রেজভী মুন্সী। পরিত্যক্ত ভবনটি ছিল বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়।
তবে বিকালে সংবাদ সম্মেলন করে ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন কামরুল আহসান সোহাগ। রাজনৈতিকভাবে তাকে হেনস্থা করতে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল