বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি রবিবার বিকালে মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশ অংশগ্রহণ করে।
খেলার প্রথমার্ধে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজবাড়ী ১–০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিট পর মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা আনে। পরবর্তীতে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা আবার গোল করে ২–১ গোলে এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ মুহূর্তে রাজবাড়ী একাদশ গোল করলে খেলা ২–২ গোলে ড্র হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু প্রমুখ।
টুর্নামেন্টে রাজবাড়ী একাদশের খেলোয়াড় ইকবাল ম্যাচসেরা পুরস্কার লাভ করেন। আগামী ১২ তারিখ রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট থেকে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২টি হোম ম্যাচ ও ৩২টি অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল থেকে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ ম্যাচ, ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল