শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কাছে নিয়মরক্ষার। এই ম্যাচে জিতলে অবশ্য আফগানদের হোয়াইটওয়াশ করবে জাকের-তামিমরা। এমন লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। এরইমধ্যে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচেই পরিস্থিতি কঠিন করে জিতেছে বাংলাদেশ। যেখানে অনায়াসে জয় পাওয়া যেত, সেখান থেকে দুই ম্যাচেই চেপে বসেছিল হারের শঙ্কা। বোলাররা প্রতিনিয়ত ভালো করলেও, ব্যাটাররা দিতে পারছেন না আস্থার প্রতিদান। উইকেট পড়া শুরু হলে আসা-যাওয়ার মিছিলে যোগ দেওয়ার পুরোনো বদঅভ্যাস এখনও সঙ্গী বাংলাদেশের।
বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিকের মতে, ‘ভালো লাগছে। গত দুই ম্যাচে দল হিসেবে আমরা সত্যিই দারুণ করেছি। বোলাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দিয়েছে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আরও ভালো মনে হয়েছে। আমরা ইতিবাচক আছি।’
আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা কী চাই, তা মাঠে বাস্তবায়ন করছি। ম্যাচগুলোতে কিছু রান কম হয়েছে। বোলাররা ভালো করছে। আমাদের ইতিবাচক মানসিকতা আছে। সামনে নজর রাখছি সবাই।’
বিডি প্রতিদিন/আরাফাত