জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
গতকাল মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের দাঈ ও ওয়ায়েজ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, বাংলাদেশে জাতি হিসেবে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দশকের পর দশক বসবাস করে আসছি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে। নাগরিক সেবা সম্পর্কে জামায়াত আমির বলেন, যিনি নাগরিক সেবা দেবেন তাদের ধর্ম, বর্ণ, ভিন্ন গোত্রের পরিচয় থাকতে পারে, কিন্তু নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে তিনি সেবক। আর গ্রহীতার জায়গায় আমি গ্রহীতা। কারও পরিচয় জেনে খারাপ আচরণ করা তো হীনমন্যতার পরিচয়।
ডা. শফিকুর রহমান বলেন, ওলামায়ে কেরামের মধ্যে জাতি ঐক্যের ব্যাপারে ইস্পাতকঠিন ঐক্য দেখতে চায়। ইসলামের মৌলিক বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন, এটাই জাতির প্রত্যাশা। হ্যাঁ, ব্যতিক্রম হতে পারে, কিন্তু ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে, পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় বাহাসে লিপ্ত হওয়া যাবে না, পরস্পর ব্যক্তিগত পর্যায়ে মন খুলে কথা বলব, কথা শুনব, পরস্পরের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হই, এটাই আমরা আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে-মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা যাইনুল আবেদীন, ড. সামিউল হক ফারুকী ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।