গাজীপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্ততারকৃতরা হলো, ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২), মোজাম্মেল হাসান রোমান (২২)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুরের ভবানীপুর বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ভবানীপুর বাজাররস্থ সুমনের গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল হতে ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানের নাম উঠে আসে। পরবর্তীতে ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার একটি বাড়ি থেকে একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে ৩টি এবং ইমরানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। জিগ্যাসাবাদের গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করেছে, আসামীরা পরস্পর সঙ্ঘবদ্ধভাবে অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়। পরে শনিবার বিকেলে আদালতের নির্দেশে আসামীদের কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম