বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রাম এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ট্রান্সফরমার চুরি করার সময় তিন চোরকে হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মো. মামুন, স্বপন ও রফিকুল। পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে একটি চোরের দল বারদী ইউনিয়নের মসলেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে হানা দেয়। রাত সাড়ে তিনটার দিকে তারা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার চেষ্টা শুরু করলে গ্রামের লোকজন টের পেয়ে যায়।
এসময় চোরেরা ট্রান্সফরমার নামাতে গিয়ে গ্রামবাসী হাতেনাতে আটক করে। বকুল নামের এক চোর পালিয়ে যায়। এরপর আটককৃত তিন চোরের হাত-পা বেঁধে গণধোলাই দেওয়া হয়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মামুন (মসলেন্দপুর খাসবাগ গ্রামের মো. কাসেম মিয়ার ছেলে), স্বপন (মসলেন্দপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে) এবং রফিকুল ইসলাম (নোয়াগাঁওয়ের বিশনন্দী গ্রামের উসমান ভান্ডারীর ছেলে)। স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং পূর্বেও এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরিতে জড়িত থাকতে পারে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, “এলাকাবাসী তিন চোরকে আটক করেছে। তাদের থানায় আনা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলছে।”
বিডি প্রতিদিন/হিমেল