কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস। এদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। শুক্রবার সকালে তারা লাল রঙের ফাইবার একটি নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ ওইসব জেলে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, সাধারণত তারা দুই দিনের মধ্যেই তীরে ফিরে আসে। কিন্তু ৭ দিন হয়ে গেলেও তাদের কোনো খোঁজ নেই। এখন সমুদ্রে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা । বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তিনি অশঙ্কা করেছেন সম্প্রতিক নিন্মচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে কোথাও ভেসে আছে।
কুয়াকাটা নৌ পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, আমরা শুনতে পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। জেলেদের সন্ধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম