ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন শুভসংঘের উপদেষ্টা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪-এর ভোলা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মামুন অটল, কামরুল ইসলাম, ইয়াছমিন বেগম, সুমাইয়া বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন এবং বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
বোরহানউদ্দিনে স্থাপিত এই প্রশিক্ষণ কেন্দ্রে আগামী তিন মাসব্যাপী অসহায় ও অস্বচ্ছল ১৫ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল