মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে শিকারমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ কালকিনি উপজেলা শাখার সহ-সভাপতি সজিব খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তানহা ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেশ মন্ডল।
স্বাগত বক্তব্য দেন শিকারমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া।
প্রধান আলোচক ডা. রাজেশ মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। শারীরিকভাবে সুস্থ না থাকলে পড়াশোনায় মনোযোগ আসে না এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাইরের ফাস্টফুড যেমন ঝালমুড়ি, ফুসকা, চটপটি ইত্যাদি খাদ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং শরীরকে দুর্বল করে তোলে। শিক্ষার্থীদের উচিত বাসা থেকে স্বাস্থ্যকর খাবার খেয়ে আসা এবং টিফিন নিয়ে স্কুলে আসা।’
এছাড়া তিনি নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘খাবারের আগে ও পরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে কৃমিসহ নানা রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।’
সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব রাতুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেমি আফসানা, আপ্যায়ন সম্পাদক সৈয়দ শারাফাতসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা শিক্ষার্থীদের বিদ্যালয় চলাকালীন সময়ে বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার আহ্বান জানান। তারা বলেন, ‘সুস্থ, সচেতন ও শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হলে এখন থেকেই স্বাস্থ্য সচেতনতাকে গুরুত্ব দিতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ