সুনামগঞ্জের ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে “হাওরের জীববৈচিত্র্য রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত।
বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সেলিম আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বকুল মড়ল, সহ-সভাপতি পারভেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, হাওর ও নদীরক্ষা আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির আহ্বায়ক শাহ কুতুব, সদস্য আব্দুল আওয়াল, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-কোশাধ্যক্ষ মো. উজ্জ্বল মিয়া, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. পিপুল সরকার, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার, সদর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাহানা আক্তার ও হোসনা আক্তার, ব্যবসায়ী রাসেল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে হলে সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। তারা বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ রাখা, কৃষিক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার সীমিত করা, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রচলন করা, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিষিদ্ধ করা, অতিরিক্ত মাছ ধরার পরিবর্তে মৎস্যসম্পদ বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া এবং প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করা এখন সময়ের দাবি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “হাওর শুধু আমাদের জীবিকা নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে আমরা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করতে পারি।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, “কৃষক, জেলে ও স্থানীয় জনগণকে জীববৈচিত্র্য রক্ষার কাজে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে তারা প্রকৃতি সংরক্ষণের অংশীদার হতে পারে।”
বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার সেলিম আহম্মেদ বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় আমরা সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্রিত করতে চাই। সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের হাওরকে বাঁচিয়ে রাখতে।”
বিডি-প্রতিদিন/তানিয়া