দেশের সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। এরই অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সাফা মারওয়া-কে বই কিনে দিয়ে সহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ, বৃহত্তর চট্টগ্রাম শাখা।
শনিবার (৪ অক্টোবর) গাছবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বই তুলে দেওয়া হয় সাফার হাতে।
এতে উপস্থিত ছিলেন শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা ডা. রিজওয়ান আজাদ চৌধুরী, পটিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, ছালেহ আহম্মদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, শুভসংঘ সভাপতি এস. এম. এ. জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ মো. ইলিয়াস, জসিম উদ্দিন খোকন, মো. পারভেজ, নুর সাইফ বিন রাকিব এবং রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ভূমিকা রেখে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতেই তাদের এ প্রয়াস।
উপদেষ্টা ডা. রিজওয়ান আজাদ চৌধুরী বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
পটিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা বলেন, ‘অসহায় পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে ঝরে পড়ে। শুভসংঘের এই উদ্যোগ তাদের পড়ালেখা অব্যাহত রাখতে উৎসাহ যোগাবে।’
সহায়তা গ্রহণের পর আবেগঘন কণ্ঠে সাফা মারওয়া বলেন, ‘শুভসংঘের এই সহায়তা আমাকে পড়াশোনায় মনোযোগী হতে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে’
সংগঠনের সভাপতি এস. এম. এ. জুয়েল বলেন, ‘শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সমাজের প্রতিটি স্তরের শিক্ষার্থী যেন সমান সুযোগ পায়, সে লক্ষ্যে শুভসংঘ সবসময় কাজ করবে।’
বিডি প্রতিদিন/জামশেদ