রাজধানীর লালবাগের আমলিগোলায় ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দুই পক্ষের মারামারিতে শহীদ নামে একজন গুরুতর আহত হয়েছেন। পেশায় শহীদ একজন কাঁচামাল বিক্রেতা। শুক্রবার দিবাগত রাতে আমলিগোলা বাজারে এ ঘটনাটি ঘটে।
লালবাগের আমলিগোলা কলারঘাট ইউসুফ আলীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন শহীদ। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
আহত অবস্থায় শহীদের (৪০) ছেলে মামুন তাকে রাত ১টা ২০ মিনিটের দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান।
মামুন জানান, তার বাবা কাঁচামাল বিক্রেতা। মামুন ও জনৈক মাহমুদউল্লাহর ছেলের মধ্যে ফ্রি ফারায় গেম খেলা নিয়া তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এ নিয়ে উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে মারামারি ঘটনা ঘটে। এতে শহীদ মিয়া গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই