প্রখ্যাত চলচ্চিত্রকার ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত আমজাদ হোসেনের জনপ্রিয় টিভি নাটক ‘জব্বর আলী’তে তিনি আজিজ নামেই অভিনয় করেছিলেন, অবৈধভাবে নিত্যপণ্য গুদামজাত করা ব্যবসায়ী আমজাদ হোসেনের কুপরামর্শ দাতা চরিত্রে এই নাটকে তিনি দারুণভাবে উতরে যান। এ নাটকে তার মুখে একটি সংলাপ ‘বইল্লেতো বইলবেন বইলছে’ আজও দর্শকদের আজিজের বলিষ্ঠ অভিনয়ের কথা স্মরণ করিয়ে দেয়। ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন আবদুল আজিজ। অভিনয় করেছেন শতাধিক সিনেমা, কয়েক হাজার টিভি নাটক এবং অসংখ্য বেতার নাটকে। শুরুটা হয় রাজশাহীতে স্কুলজীবনে। অভিনয়ের পাশাপাশি বেতারে দীর্ঘকাল চাকরি করেছেন তিনি। এখন অনেকটা অবসর সময় কাটছে এই খ্যাতিমান অভিনেতার। তিনি বলেন, এখন আমার চাওয়ার কিছু নেই। কিছুই চাই না। স্ত্রী-সন্তান নিয়ে আছি, ভালো আছি। আমি খুব সাধারণ জীবনযাপন করি। তিন চাকার গাড়িতে (রিকশায়) চড়ে বেড়াই। আমি এটাকেই বলি বিএমডব্লিউ। তিনি বলেন, আমার সঙ্গে অভিনয় শুরু করা অনেকেই এখন আর পৃথিবীতে নেই। তাদের মধ্যে অভিনেতা শওকত আকবর, গোলাম মুস্তাফা ভাই ছিলেন, বেঁচে নেই, বিখ্যাত অভিনেতা ছিলেন। কবরী নেই। শাবানা, ববিতা আছেন। তাদের সঙ্গে কাজ করেছি। কমেডিয়ান দিলদার ও টেলি সামাদ নেই। কতশত স্মৃতি তাদের সঙ্গে। আমজাদ হোসেন ছিলেন সেরা একজন লেখক। লেখক, শিক্ষক, পরিচালক, অভিনেতা- বহু গুণ ছিল তার। তার পরিচালিত ‘জব্বর আলী’ খুব আলোচিত নাটক ছিল। ওই নাটকে আমাকে দিয়ে অভিনয় করান। আমি বেশ জনপ্রিয়তা পাই। তাকে মনে পড়ে। তার মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। বড় বড় শিল্পী, পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছি- এটাও জীবনের বড় ঘটনা। রাজ্জাক ভাই, আনোয়ার হোসেন- কতজনের নাম বলব। তাদের সঙ্গেও অভিনয় করেছি। সবার কথা মনে পড়ে। তারা চলে গেছেন, আমাকেও এক দিন যেতে হবে। খ্যাতিমান অভিনেতা আবদুল আজিজ বলেন, আমি এখনো বেতার নাটকে অভিনয় করি। বেতারে আমার নাটকের সংখ্যা ২ হাজার তো হবেই। বেতারে ৩৩ বছর চাকরি করেছি। অভিনয় জীবনের অনেক স্মরণীয় ঘটনার মধ্যে একটি হলো, বিটিভিতে অনেক দিন আগে আতিকুল হক চৌধুরীর ‘কাবুলিওয়ালা’ নাটক করেছিলাম। আমাকে রাম দয়ালের চরিত্র দেওয়া হলো। রিহার্সেল শুরু করি আমরা। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন গেল। কাবুলিওয়ালা চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকে তো দেখতে পাই না। পরে এক দিন আতিকুল হক চৌধুরী আমাকে বললেন, ‘আজিজ সাহেব, কাবুলিওয়ালা চরিত্রটি আপনি করবেন?’ আমি অবাক হয়ে বললাম, আমি? তিনি বললেন, ‘হ্যাঁ আপনিই করবেন।’ তিনি আমার হাত চেপে ধরলেন। এরপর ক্যামেরার সামনে যাই। তারপর প্রচার হলো এবং মানুষের মুখে মুখে প্রশংসা শুনতে পেলাম। এ ঘটনা এখনো মনে পড়ে। নস্টালজিয়ায় আক্রান্ত হই।
শিরোনাম
- শত্রুমিত্র বোঝা দায়
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
- ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
আমজাদ হোসেনের মৃত্যু মেনে নিতে কষ্ট হয় : আবদুল আজিজ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর