দেশে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে এখনও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে জানান, বর্তমানে গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে দেশে বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “বর্ষাও বিদায়ের পথে, তাই শেষ সময়ে বৃষ্টি হচ্ছে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে।”
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ওড়িশা ও আশপাশ এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এমন পরিস্থিতিতে শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল