আবারও লাগামহীন হয়ে পড়েছে সবজির বাজার। অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা মরিচের। দুই দিনের ব্যবধানে ৫০-৬০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। অন্য সব সবজির দামও ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বাজারে ৭০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। সবজির দামে এমন আস্ফালন অস্বস্তি বাড়িয়েছে ভোক্তা পর্যায়ে। গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বিজয় সরণিসংলগ্ন কলমিলতা বাজার ও কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়, যা তিন দিন আগে বিক্রি হয়েছিল ২৪০ টাকায়। শুধু কাঁচা মরিচ নয়, সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। কেজিপ্রতি টম্যাটো বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়, যা সপ্তাহখানেক আগে ছিল ১০০ টাকার কম। সপ্তাহখানেক আগে ধরনভেদে প্রতি কেজি বেগুনের দাম ছিল ৮০-১০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। তাল বেগুন বিক্রি হচ্ছে ২২০ টাকার বেশি দামে। এ ছাড়া পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল, লাউ প্রভৃতি সবজি ৭০-৮০ টাকা এবং কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, তিন দিনে দেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে পূজার ছুটিতে পণ্য আমদানি কমেছে। এতে সবমিলে বাজারে কাঁচা মরিচসহ সবজির সরবরাহ কমেছে, দামও বেড়েছে।