দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
গত বুধবার রাতে ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বিএনপি গত ১৮ বছর দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে ছিল। আমরা মনে করি, বাংলাদেশের জন্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই।
তিনি বলেন, ‘বিএনপি শেষ পর্যন্ত এনশিউর করবে দেশে যে নির্বাচন হবে, সেটি যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমাদের দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এ দল উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল।’
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘কাউকে নিষেধ করা বা কাউকে বন্ধ করা এগুলোর বিষয়ে বিএনপি কিছুই বলেনি।
এখন সরকার যেটি করতেছে বা বলতেছে, সেটির উত্তর তো আমি দিতে পারব না। আজ আমাদের উপদেষ্টারাও অনেক মন্তব্য করছেন। কেন উনারা এগুলো বলছেন তা আমরা বলতে পারব না।’
তিনি বলেন, ‘বিএনপির ভেতরে কোনো দ্বিধাবিভক্তি বা কোন্দল নেই।
আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যখন নির্বাচন আসবে, নমিনেশন ডিক্লেয়ার করবে, তখন বিএনপির প্রতিটি নেতাকর্মী একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে।’
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ