ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে নাঈম (১৪) নামের এক বালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অদূরে দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেবগ্রাম এলাকার বাসিন্দা ইটালি প্রবাসী আল আমিন আহত নাঈমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে সে বিপদমুক্ত। নাঈমের বাড়ি শেরপুর জেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নাঈমের মাথায় বেশি আঘাত পেয়েছে। ৪টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের কিছু জায়গায় ব্যথা পেয়েছে। তবে বড় ধরনের কোন ইনজুরি নাই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসী আল আমিন বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি শব্দ শুনি ট্রেন থেকে কিছু একটা পড়েছে। এগিয়ে গিয়ে দেখি একটি ছেলে মাটিতে পড়ে কাতরাচ্ছে। পরে রেলওয়ে পুলিশের সাথে ফোনে কথা বলে ছেলেটিকে আখাউড়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কিছু ওষুধ কিনে দেই। তাকে সেলাইন দেওয়া হয়েছে। আহত নাঈম জানায়, সে চট্টগ্রাম থেকে ট্রেনের ছাদে করে ঢাকা যাচ্ছিল। তার বাড়ি শেরপুর জেলায়। আর কিছু বলতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সজীব দেবনাথ বলেন, নাঈমের মাথায় ৪টি সেলাই লেগেছে। এছাড়া বড় কোন ইনজুরি নাই।
বিডি প্রতিদিন/এএম