উঠান ঘেঁষা ডালিম গাছে
লাল রঙের ফুল,
খুকি সোনা ফুল কুড়িয়ে
কানে পড়ে দুল।
সকাল বিকাল পাখি উড়ে
খেতে ডালিম দানা,
সাথে আসে তুলতুলে সব
পাখির কত ছানা।
তাই না দেখে খুকি সোনার
জুড়ায় আঁখি মন,
ডালিম দানা ছিটিয়ে দেয়
কাটে মধুর ক্ষণ।
উঠান জুড়ে খুশির জোয়ার
খুকির নাচন ফোটে,
সখ্য হয় ফুল ও পাখি
ডালিম রাঙা ঠোঁটে।