বিলের জলে শাপলা ফোটে
শিউলি ফোটে ডালে
দোয়েল পাখি নৃত্য করে
রান্নাঘরের চালে।
নদীর চরে কাশ ফুলেরা
সন্ধ্যা সকাল হাসে
নীল আকাশে মেঘের ভেলা
দলবেঁধে সব ভাসে।
এসব দেখে ছোট্ট খুকি
রঙিন ছবি আঁকে
ফুল পাখি ও নদীর ছবি
দেখায় সে তার মাকে।
বিলের জলে শাপলা ফোটে
শিউলি ফোটে ডালে
দোয়েল পাখি নৃত্য করে
রান্নাঘরের চালে।
নদীর চরে কাশ ফুলেরা
সন্ধ্যা সকাল হাসে
নীল আকাশে মেঘের ভেলা
দলবেঁধে সব ভাসে।
এসব দেখে ছোট্ট খুকি
রঙিন ছবি আঁকে
ফুল পাখি ও নদীর ছবি
দেখায় সে তার মাকে।
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম