বালতি মশাই মগরে বলে
অনেক রাগে ফুইলা
সর্ব সময় আমার কাঁধে
থাকিস কেন ঝুইলা।
ছোট্ট মগে মিষ্টি সুরে
ধরছে বিষয় তুইলা
টেপের পানি তোমার পেটে
যখন তাকে ফুইলা।
সেই পানিকে আমিই তুলে
মানুষের গায় গুইলা
এই উপকার কেমন করে
যাচ্ছ মশাই ভুইলা।
বালতি মশাই মগরে বলে
অনেক রাগে ফুইলা
সর্ব সময় আমার কাঁধে
থাকিস কেন ঝুইলা।
ছোট্ট মগে মিষ্টি সুরে
ধরছে বিষয় তুইলা
টেপের পানি তোমার পেটে
যখন তাকে ফুইলা।
সেই পানিকে আমিই তুলে
মানুষের গায় গুইলা
এই উপকার কেমন করে
যাচ্ছ মশাই ভুইলা।
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম