খোকার মনে প্রশ্ন জাগে
আকাশ কেন দূরে
পাখি কেন ডাকে ভোরে
মধুর সুরে সুরে?
ইচ্ছে করে জানতে খোকার
মেঘেরা ক্যান ওড়ে
আগুনে হাত দিলে কেন
এক নিমেষেই পোড়ে?
খোকার মনে হয় রে উদয়
খিদে কেন লাগে
এদিক সেদিক হলে মানুষ
কেন এতো রাগে?
হাজার প্রশ্ন খোকার মনে
উত্তর কোথা মেলে
মিলবে সবি শিক্ষা-দীক্ষায়
খোকন বড় ছেলে।