শ্রাবণ শেষে নীল আকাশে
মেঘের ভেলা ভাসে,
শ্যামল দেশে মিষ্টি হেসে
শরৎ রাজা আসে।
পুকুর ডোবা বিলে ঝিলে
শাপলা শালুক হাসে,
ঝিঙে মাচে ফিঙে নাচে
ফড়িং কচি ঘাসে।
নদীর কূলে কাশ ফুলেরা
নাচে শুভ্র কেশে,
মৃদু হাওয়ায় পাল তুলে নায়
যায় মাঝি দূর দেশে।
মহা খুশি শরৎ রাজা
আমার দেশে এসে,
শীত গরমের মাঝামাঝি
থাকতে ভালোবাসে।