শারজাহর মরুর বুকে আজ (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এশিয়া কাপের উত্তাপ এখনও না কমলেও এবার লক্ষ্য ভিন্ন—টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে আফগানিস্তান জিতেছে ৭ বার, আর বাংলাদেশ জয় পেয়েছে ৬ বার।
দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৪ সালে, যেখানে জয় পেয়েছিল টাইগাররা। সর্বশেষ দেখা হয় এশিয়া কাপে, যেখানে ৮ রানের রোমাঞ্চকর জয়ে আফগানদের হারিয়েছিল বাংলাদেশ।
সিরিজের আগে ট্রফি উন্মোচনের সময় এক ফ্রেমে দেখা যায় দুই অধিনায়ক জাকের আলী ও রশিদ খানকে। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারের পর রশিদের আচরণ নিয়ে বিতর্ক থাকলেও, সেটি এখন অতীত। দুই দলই চায় নতুন করে শুরু করতে।
এই সিরিজ দুই দলেরই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। কেবল জয় নয়, দলগঠনের দিকেও থাকবে নজর। বাংলাদেশ একাদশে এসেছে কিছু পরিবর্তন, বিশেষ করে ব্যাটিং বিভাগে।
ইনজুরির কারণে দলের বাইরে লিটন দাস। তার জায়গায় ওপেন করতে পারেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তিন নম্বরে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে থাকবেন তাওহীদ হৃদয়, অধিনায়ক জাকের আলী ও সোহান।
বোলিং বিভাগে স্পিনে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি, আর পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিন ও তানজিম হাসান সাকিব।
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল আফগানিস্তান। বিশ্রাম নিয়ে এবার ফিরেছে রশিদ খানের দল। তাদের লক্ষ্য বাংলাদেশর কাছে হারের প্রতিশোধ। সংবাদ সম্মেলনে রশিদ জানান, “আমরা পুরোপুরি প্রস্তুত।”
রশিদের বিশেষ নজরে আছেন সাইফ হাসান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সাহসী ব্যাটিং করে ইতোমধ্যেই নজর কেড়েছেন এই বাঁহাতি ওপেনার। রশিদ নিজেও প্রশংসা করেছেন তার সাম্প্রতিক পারফরম্যান্সের।
সিরিজের তিন ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২, ৩ এবং ৫ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় প্রতি ম্যাচের শুরু হবে রাত ৯টায়।
বিডি প্রতিদিন/মুসা